সাংবাদিকতার সহজপাঠ খুলে দিল চোখ
আমাদের সবাইকে প্রশিক্ষণের পাশাপাশি এই অসাধারণ বইটি দেওয়ার জন্য প্রথমে ধন্যবাদ জানাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি বিজয় কাজল ভাইয়া আমাদের মাঝে বইটি বিতরণ করেন।
বাসায় ফিরে রাতেই বইটা পড়ে ফেললাম। মনে হল একজন পূর্ণাঙ্গ সাংবাদিক হয়ে উঠতে বইটার ভূমিকা অপরিসীম।
একটা খবরের মূল উদ্দেশ্য হলো তা পাঠকের কাছে যেন আকর্ষণীয় হয়ে উঠে। পাঠক যেন খবরটি পড়তে আগ্রহ প্রকাশ করে। আর এই আগ্রহ কীভাবে একজন সাংবাদিক তার লেখার মধ্যে সৃষ্টি করবে, বইটিতে সুন্দরভাবে বিশ্লেষন করা হয়েছে। যা আমার কাছে বেশ গঠনমূলক মনে হয়েছে।
বইটা পড়ে আরও বুঝলাম, একটা খবর কখন খবর হয়ে ওঠে, এর গঠন কাঠামো কেমন হবে। যদি খবরটার কাঠামো সুন্দর না হয় তাহলে খবরটি পাঠক পড়বে না, সেটাও বুঝলাম।
এছাড়াও বইটির অন্যতম সংযোজন, ভিডিও করার শিক্ষা। ভিডিও প্রতিবেদন করার ক্ষেত্রে যেটি মূল ভূমিকা রাখবে। বিষয়টি এত সহজ ও সাবলীল কথা ও ছবি দিয়ে সাজানো ও বোঝানো হয়েছে, আমার মনে হয় একজন প্রাথমিকের পড়ুয়াও এটা সহজে বুঝতে পারবে।
তাই আর দেরি নয়। এবার শুরু করে দেবো সংবাদ ও ভিডিও সংবাদ করার কাজে।
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!